মাসিক সভার সিদ্ধান্ত সমূহ
অধিবেশন নং ০৭/২০১৩ অধিবেশনের তারিখঃ ১০/০৮/২০১৪ইং সময়ঃ ১১.০০টা
অদ্যকার সভায় স্থানীয় সবাপতি জনাব মোঃ উম্মত আলী ইউপি চেয়ারম্যান সভাপতিত্বে সভার কাজ শুরু কর হয় ।
সভায়গত অধিবেশনের বিষয়বস্তু পঠিত হয়। তাহা কোনরুপ পরিবতন - পরিবধন সংযোজন বিয়োজন ছাড়াই র্ঢকরণ করা হয় এবং তাহা সম্মতিক্রমে গৃহিত ও অনুমোদিত হয়।
আলোচ্য বিষয়ঃ ০১। চলতি ।অথ বছর ২০১৩-২০১৪ ইং আদায় রশিদ ও বৃত্তি ব্যবসার লাইসেন্স বহি জমাকরণ ও ব্যবহার প্রসংগে।
আলোচনাঃ সভায় সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সকলের অনুমতিতে প্রকাশ করেন যে, বিগত অথ বছর ২০১২-২০১৩ইং গত ৩০/০৬/২০১৩ইং তারিখে সমাপ্তি হয়েছে। অথ বছর ২০১৩-২০১৪ইং ইতিমধ্যই শুরু হয়েছে ।
বিধায় অত্র পরিষদের নিজস্ব রাজস্ব আদায় করলে আদায়ী রশিদ সমুহ অন্তরভুক্ত আশূ প্রয়োজন এবং যথাযথা ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
(ক) জন্ম নিবন্ধন ফি আদায় রশিদ বহিঃ ইতিমধ্যেই অত্র মালিগাছা ইউনিয়নের জন্ম নিবন্ধন ফি আদায় রশিদ বহি হিসাবে গত ০১/০৭/২০১৩ইং তারিখে ০১ পাতা হতে ১০০, ১০১-২০০,২০১-৩০০ এবং ৩০১পাতা হতে ৪০০পাতা বিশিষ্ট ০৪(চার) খানা জন্ম নিবন্ধন ফি আদায় রশিদ বহি জমা করা হয়েছে এবং আদায়কারী হিসাবে মোঃ সোরওয়ার হোসেন রনিকে ০১ পাতা হতে ১০০ পাতা পযন্ত রশিদ বহি প্রদান করা হয়েছে । তাহা সভায় উপস্থাপন করা হয়। এবং সরকারী নিয়ম-নীতি যথাযথ অনুস্বরণ করে ফি আদায় করার জন্য দিক নিদেশনা প্রদান করা হয় । সরকারী কতৃক নিদেশিত ফি এর অধিক অথ আদায় করা যাবে না।
(খ) বৃত্তি ব্যবসায় লাইসেন্স বহিঃ সভায় সম্মানিত সভাপতি সাহেব উল্লেখ করেন যে, অত্র পরিষদের চলতি অথ বছর ২০১৩-২০১৪ইং বৃত্তি ব্যবসার লাইসেন্স হিসাবে ০৫(পাঁচ)টি লাইসেন্স বহি জমা করা হয়েছে ।
যাহার পাতা নম্বর যতাক্রমে ০১ পাতা হতে ১০০,১০১,পাতা হতে ২০০,২০১পাতা ৩০০, ৩০১ পাতা হতে ৩৯৯পাতা এবং ৪০১পাতা হতে ৫০০ পাতা এর লাইসেন্স বহি জমা করা হয়েছে ।তার মধ্যে ০১ পাতা হতে ১০০ পাতা ০১ নং বহি মোঃ নুরুল আলম ইউপি সচিব সাহেব এবং ৪০১ পাতা হতে ৫০০ পাতার বহিঅত্র পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নামে ইস্যু করা হলো ।
(গ) গৃহ ভবন কর আদায় রশিদ বহিঃ চলতি বছর ২০১৩-২০১৪ইং অথ বছরে গৃহ ভবন কর আদায় রশিদ বহি ০১ নং পাতা হতে ১৫০০ পাতা রয়েছে । তাহা জমা করা হলো । আদায়কারী মোঃ সুজন আলী ০১ পাতা হতে ১০০ পাতা এবং ১০১ পাতা হতে ২০০ পাতা মোঃ ওবাইদুল আদায়কারীকে আদায়করার জন্য প্রদান করা হয় ।
আলোচ্য বিষয়ঃ ০৩। অত্র মালিগাছা ইউনিয়নের প্রতি ওয়াডে আইন শৃংখলা উন্নয়ন বিষয়ক কমিটি গঠন প্রসংগে।
অলোচনাঃ সভায় সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সকলের দৃষ্টি আকষন পুবক উপজেলা নিবাহী অফিসার, পাবনা সদর-পাবনা মহোদয়ের প্রেরিত চিঠির স্বারক নং ০৫.৪৩.৭৬৫৫.০০০.৩৮.০০৩.১৩.-৮৩২(১০) তারিখে ০৪/০৬/২০১৩ইং পাঠকরে শুনান এবং পরিপত্রের মমানুযায়ী প্রতি ওয়াডে আইন-শৃংখলা উন্নয়ন বিষয়ক কমিটি গঠনের জন্য আহবান জানান। তিনি আরও প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট ইউপি সদস্য সাহেবকে নভাপতি করে ০৭ থেকে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে।
যার মধ্যে থাকবেন স্কুল শিক্ষক,ঈমাম,ধমীয় নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কমী ও গন্যমান্য সচেতন ব্যক্তি। বিষয়টি অতিব জরুরী এবং কালক্ষেপন না করে স্ব-স্ব ওয়াডের কমিটি গঠন করে,আগামী ১৫(পনের) দিনের মধ্যে কমিটি গঠন পুবক অত্রাফিসে অবহিত করার জন্য বিনীত অনুরোধ জানান। মাসে ওয়াডে একটি সভা আহব্বান করে সভার কাযবিবরণী ইউপি অফিসে জমাদানের জন্য অনুরোধ করা হয়।
আলোচ্য বিষয়ঃ সভায় অত্র পরিসদের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত সকলের গেতাথে প্রকাশ করেন যে, অত্র পরিষদের কৃষি উৎপাদনকারী
কৃষকগন কৃষি সেচ ব্যবহার পযন্ত সুবিধা না থাকায় আশানুরুপ কৃষি সের সফল উৎপাদন হচ্ছে না । সরকার ইতিমধ্যে কৃষি অনুদান হিসাবে সেচ অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহন পুবক বরাদ্দ প্রদান করেছেন । উপসহকারী কৃষি কমকতাগন তাদের ব্লকের কৃষকদের তালিকা চুড়ান্ত হরেছেন।
তাহা সভায় উপস্থাপন করা হয় । আলোচনা ও পযালোচনা আস্তে তাহা সব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয় ।
নাগরিক কর আদায় বিষয়ে জরুরী ঘোষনা ।
এতদ্বারা মালিগাছা ইউনিয়নের সম্মানিত স্থায়ী বাসিন্দা, ব্যবসাজীবি অবগতির জন্য জানানো
যাচ্ছে যে, আপনাদের নিজ মালিকানাধীন গৃহ ভবনের টেক্স ও পাকা দালান কোঠার নক্সা অনুমোদন , ব্যবসার ট্রেড লাইসেন্স এবং শিল্প প্রতিষ্ঠানের গৃহ ভবন কর ও নক্সা অনুমোদন
আগামী ৩০/০৯/২০১৪ ইং তারিখের মধ্যে সমুদয় কর এবং ফি মালিগাছা ইউনিয়ন পরিষদে জমা দান পুবক, পরিশোধ রশিদ গ্রহনের জন্য অনুরোধ জানানো হলো। অন্যথায়, সরকারী বিধি মোতাবেক বকেয়া সমুদয় কর ও ফি আদায়ের স্বাথে - কাযকরী পদক্ষেপ গ্রহন করা হবে। উল্লেখ্য - বকেয়া গৃহ ভবন কর ও ফি অনাদায়কারীকে পরিচয় পত্র ওয়ারিশান সাটিফিকেট বা যে কোন প্রকার সনদ পত্র প্রদান করা হবে না। বিধায়,সকল প্রকার নাগরিক সুবিধা প্রাপ্তির লক্ষ্যে- নিধারিত তারিখের মধ্যে কর ও ফি প্রদানের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
আলোচ্য বিষয়ঃ গ্রামঃ আদালত পরিচালনা সম্পকে পযালোচনা ।
আলোচনাঃ সভায় সম্মানিত চেয়ারম্যান মহোদয় প্রকাশ করেন যে, অত্র পরিষদে গ্রাম আদালত পরিচালনা করা হয় । এবং অধিকাংশ বিরোধ জমি জমা সম্পকে তাহা সামাজিক সুরক্ষার নিমিত্তে এবং একে অপরের সামাজিক আইন শৃংখলা রক্ষাথে বিচার কায পরিচালিত হয় । তাহা যথাযথ আইনী প্রক্রিয়া যথাযথ অনুস্বরন করা সম্ভব হয় না । বিধায়- আইনগত দিক বিবেচনা করে, তাহাপরিচালনার জন্য সকলের মতামত ও সহযোগিতা কামনা করেন ।
সিদ্ধান্তঃ-০১) পাবনা প্রতিশ্রুতি এর সহায়তায় সাবিক বিচার কায সমপন্ন করার সিদ্ধান্ত গৃহিত ও অনুমোদিত হয় ।
আলোচ্য বিষয়ঃ ওয়াড আইন-শৃংখলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা নিয়মিত করণ প্রসংগে ।
আলোচনাঃ সভায় সম্মানিত সাহেব উপস্থিত সকলের গেতাথে প্রকাশ করেন যে, সরকার পরিপত্র জারির মধ্যমে প্রতি ওয়াডে আইন শৃংখলা, সন্ত্রাস,ও নাশকতা প্রতিরোধে কমিটি গঠন পুবক নিয়মিত ভাবে সভা আহব্বানের নিদেশ জারি করেছেন। অত্র মালিগাছা ইউপি এর সকল সদস্য গনকে পরিপত্রের অনুলিপিসহ কমিটি গঠন সম্পকে পত্র, জারি করা হয় । দুঃ ভাগ্যজনক হলেও সত্য কোন ওয়াডে আইন শৃংখলা,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কমিটি গঠনসহ নিয়মিত ভাবে সভা আহব্বান হয় কিনা তাহা আমার জানা নাই । বতমানে নিবাচিন উত্তর বিভিন্ন স্থানে সিহংসতার খবর পাওয়া যাচ্ছে । তবে অত্র মালিগাছা ইউনিয়নের তেমন কোন অপ্রতিকর প্রভাব পরে নাই । বিধায়-অত্র মালিগাছা ইউনিয়নের শান্তি শৃংখলা রক্ষাথে প্রতি ওয়াডে আইন-শৃংখলা,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা নিয়মিত ভাবে আহব্বান পুবক সভার কাযবিবরনী অত্রাফিসে জমাদানের জন্য অনুরোধ জানান ।
বিষয়বস্তুর আলোকে দীঘ আলোচনার পর নিম্নের সিদ্ধান্তবলী সব সম্মতিক্রমে গৃহিত ও অনুমোদিত হয়।
সিদ্ধান্তঃ-অত্র মালিগাছা ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়াডে মাসিক আইন শৃংখলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ
কমিটির সভা করে সভায় কায বিবরনী ইউপি সচিব এর নিকট জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহিত ও অনুমোদিত হয় ।
আলোচ্য বিষয়ঃ অত্র পরিষদের ভজেন্দ্রপুর হতে মাহমুদপুর এবং নতুন বাংগাবাড়িয়া সিদ্দিকের বাড়ী হতে ইদ্রিসের বাড়ী পযন্ত রাস্তার নামকরণ প্রসংগে ।
আলোচনাঃ সভায় সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সকলের গেতাথে প্রকাশ করেন যে, উক্ত রাস্তা দুটির নামকরণের জন্য উপজেলা প্রশাসনের সাথে আলাপ করা হয়েছে । আবেদন সম্মানিত নথিপত্র জমাদান পুবক নামকরণ করা যেতে পারে অ রাস্তা দুটি কাগজপত্র যথাযথ পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে িএবং এলাকার লোকজনের সহিত আলাপ আলোচনা আন্তে তাহা উদ্ধতন কতৃপক্ষের নিকট পাঠানো হবে ।
অতঃপর আর কোন আলোচনা না থাকায় সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষনা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS