Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন শরীফপুর ইউনিয়নঃ


মামলার রায়

 

মামলার নং: ৪৮/২০১৩
দায়েরের তারিখঃ ০৩/০৭/২০১৩ ইং।
মামলার ধরন: ফৌজদারী
ধারাঃ ১৬০
 

চেয়ারম্যান,
০৪নং দুলাই ইউনিয়ন পরিষদ,
উপজেলাঃ দুলাই, জেলাঃ পাবনা।
 

 

বিষয়ঃ গ্রাম আদালত গঠনের আবেদন ও অভিযোগ/ দাবীর বিবরণ।
 

আবেদনকারীর নাম ও ঠিকানা
মোঃ হাবিব উদ্দিন
পিতাঃ আঃ আজিজ
মাতাঃ মালেহা
গ্রামঃ দুলাই
ডাকঃ দুলাই
ইউনিয়নঃ দুলাই
উপজেলাঃ সুজানগর
জেলাঃ পাবনা।
প্রতিবাদীর নাম ও ঠিকানা
মেহেদী হাসান
পিতাঃ আজিজ বিশ্বাস
মাতাঃ আসমা
গ্রামঃ দুলাই
ডাকঃ দুলাই
ইউনিয়নঃ দুলাই
উপজেলাঃ সুজানগর
জেলাঃ পাবনা।

 

ঘটনার স্থান ০৪ নং দুলাই ইউনিয়নে আবেদনকারীর নিজ বাড়ি। তারিখ: ১০/০৭/২০১৩
                নিবেদন এই যে, আমি ও প্রতিবাদী উভয়েই একই এলাকার একই গ্রামের স্থায়ী বাসিন্দা। প্রতিবাদী আমার চাচাতো ভাতিজা।
বিগত ০৩/০৭/২০১৩ ইং তারিখ রোজ বুধবার বেলা আনুমানিক ৩ ঘটিকার সময় প্রতিবাদীগণ আমাকে ও আমার স্ত্রীকে মারপিট করে। আমার ও আমার স্ত্রীর শরীরে ফোলা ও জখমের চিহ্ন রয়েছে। আমাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। আমার চিকিৎসা বাবদ ১০,০০০/-(দশ হাজার) খরচ হয়। ঘটনার সময় সাক্ষী ছিল মোঃ হাবিব উদ্দিন গ্রামঃ দুলাই, ডাকঃ দুলাই, ইউনিয়নঃ দুলাই, উপজেলাঃ সুজানগর, জেলাঃ পাবনা। সাক্ষী গণের সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করব।

         অতএব, আমার প্রার্থনা এই যে,
ক) প্রতিবাদীকে সমন প্রদান করে গ্রাম আদালত গঠন করে সাক্ষ্য গ্রহন করতে আজ্ঞা হয়।
খ) প্রতিবাদীগণকে দোষী সাব্যস্থ করে আমার ক্ষতিপূরণ বাবদ ১০,০০০/- ( দশ হাজার ) টাকা আদায় দেয়ার জন্য প্রতিবাদীগণকে নির্দেশের ডিক্রি দিতে আজ্ঞা হয়।
গ) গ্রাম আদালতের ন্যায় বিচারে অন্যবিধ ন্যায় সঙ্গত আদেশ দিতে আজ্ঞা হয়।

 

 

আাবেদনকারীর স্বাক্ষর
......................