উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত নারী-পুরম্নষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
* ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।
* হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং
আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।
* জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষ্মা রোগীদের কফ পরীÿার জন্য কফ কালেকশন
করা হয় এবং যক্ষ্মা কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ কর হয়।
* শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় পতিষেধক টিকা দেয়া হয়
* উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিÿা দেয়া হয়
*উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সÿম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।
* প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়
নাম | পদবি |
মামুনুর রশীদ | F.P.I |
প্রদীপ কুমার আচার্য | মেডিকেল এসিস্টেন্ট S.A.C.M.O. (F.W.C) |
হাওয়ারুন্নছা বেগম | F.W.A |
সুনিতি বালা দেবী | F.W.A |
বৃন্দা রানী সিনহা | F.W.A |
মনিকা রানী দেবী | F.W.A |
অনিতা রানী সিনহা | F.W.A |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস