বিদ্যালয়টি মৌলভীবাজার জেলার, কুলাউড়া উপজেলার, ১১নং শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামে সমতল ভূমিতে অবস্থিত।
|
১৯৭৫ সালে অত্র গ্রামের জনাব গপেশ বাবু এলাকার কয়েকজন ব্যক্তি বর্গ মিলিত ভাবে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন, যাহার রেজিঃ নং ৭/৭/৭৫। এমন কি নিজস্ব সম্পত্তি থেকে (২) দুই দাগে মোট (৩৪) চৌত্রিশ শতক ভূমি বিদ্যালয়ের নামে রেজিঃ কবালামুলে দান করেন। যাহার খারিজ খং নং ৩০/১, দাগ নং ২০৬, ও ২১৩, ২১৩নং দাগে বিদ্যালয় গৃহ ও খেলার মাঠ তৈরী করা হয়। ২০৬নং দাগের ভূমি দখল আজ পর্যন্ত পাওয়া যায় নাই। এই বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা হল, মানগাঁও আংশিক, চেঙ্গুয়া আংশিক, মনোহরপুর আংশিক, এবং সোনাপুর পূর্ণ। এই বিদ্যালয়ের পশ্চিম দক্ষিনে ১ কিলোমিটার দুরে নছিরগঞ্জ বাজার অবস্থিত। বিদ্যালয়টি মনু-তিলকপুর রাস্তার পূর্ব দিকে অবস্থিত। |
ছাত্র/ ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক) |
| ||||||||||||||
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
| শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
| শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট | ||
শিশু | ০৯ | ০৮ | ১৭ |
| ২য় | ১৫ | ১৫ | ৩০ |
| ৪র্থ | ০৪ | ১০ | ১৪ | ||
১ম | ২১ | ২২ | ৪৩ |
| ৩য় | ১৪ | ০৭ | ২১ |
| ৫ম | ০৭ | ০৮ | ১৫ |
মোট ছাত্র ছাত্রীর সংখ্যা
শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র / ছাত্রীর সংখ্যা ১৪০ জন।১ম হইতে ৫ম শ্রেণীর পাশের হার ৭৯%
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
(১) নেপাল চন্দ্র পাল ভূমি দাতা সদস্য সভাপতি (২) মোঃ তুতিউড়রহমান প্রধান শিক্ষক সচীব (৩) প্রভাস পাল,অভিবাবক সদস্য (৪) মোঃ ময়নুল বারী বিদ্যুৎ শাহী সদস্য (৫) সুবিনয় পাল মেধা সদস্য (৬) মোঃ আলতাফুর রহমান সদস্য (৭)সুরথ চন্দ্র পাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, সদস্য (৮) রাহেলা বেগম বিদ্যুৎ শাহী মহিলা (৯) অনিতা রাণী পাল বিদ্যুৎ শাহী মহিলা (১০) সবিতা রাণী পাল ছাত্র অভিবাবক মহিলা (১১) আঃ ওয়াহিদ ইউ,পি, সদস্য (১২) লাভলী রাণী পাল বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি।
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল | সন
| ৫ম শ্রেণীর ছাত্র / ছাত্রীর সংখ্যা
| অংশ গ্রহন কারী ছাত্র/ছাত্রীর সংখ্যা
| বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রী | পাশের সংখ্যা
| পাশের হার
| |
সাধারণ | টেলেন্টপুল | ||||||
২০০৭ইং | ১৮ | ১৮ | ১ | ০ | ১৭ | ৯৪% | |
২০০৮ইং | ১৩ | ১৩ | ০ | ০ | ০৯ | ৬৭% | |
২০০৯ইং | ১৪ | ১৪ | ০ | ০ | ০৭ | ৫০% | |
২০১০ইং | ০৯ | ০৯ | ০ | ০ | ০৮ | ৮৮% | |
২০১১ইং | ১০ | ১০ | ০ | ০ | ০৮ | ৮০% |
শিক্ষাবৃত্তির তথ্য | সাল | মোট ছাত্র / ছাত্রী | বৃত্তিপ্রাপ্ত সংখ্যা | একক | একাধিক |
২০১২ | ১২৩ | ৫৫ | ৩৫ | ১০ |
অর্জন | বিগত ২০০৭ ইং সনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে ০১টি বৃত্তি লাভ ও ২০১২ইং সালে বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ইউ,পি পর্যায়ে রানার্স আপ টপি অর্জন । ভর্তির হার ১০০%
|
ভবিষ্যত পরিকল্পনা
(১) বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ (২) সীমানা প্রাচীর নির্মান (৩) ছাত্র ছাত্রীদের জন্য আলাদা টয়লেট স্থাপন।
যোগাযোগ | মোঃ তুতিউর রহমান প্রধান শিক্ষক , গ্রাম - মানগাঁও, ডাক - ভূইগাঁও, কুলাউড়া, মৌলভীবাজার । উপজেলা সদর থেকে বিদ্যালয়ের যোগাযোগ - সুগম।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস