ইহা শরীফপুর ইউনিয়নের সর্বাধিক প্রাচীন তম ঐতিহ্য বাহী বিদ্যালয়। যা ১৮ শতকে মনু নদীর এ পাড়ে অবস্থিত ০৮টি গ্রামের এক মাত্র বিদ্যালয়। এই বিদ্যালয়ের গ্রেড’ বি, ।
১৮৪৮ সালে এই গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের কিছু শিক্ষিত ব্যক্তি মিলে এই বিদ্যালয় প্রতিষ্টিত করেন। যার মধ্যে মরহুম আহমদ আলী ও জমি দাতা মৌলানা আব্দুস সামাদের নাম উল্লেখ যোগ্য।
মোট ছাত্র ছাত্রীর সংখ্যা | মোট ছাত্র / ছাত্রীর সংখ্যা ৪৯৫ জন। | |
ছাত্র/ ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক) | শ্রেণি | ছাত্র / ছাত্রীর সংখ্যা |
১ম | ১২০ | |
২য় | ১০৫ | |
৩য় | ১১১ | |
৪র্থ | ৮৪ | |
৫ম | ৭৫ | |
সর্ব মোট | ৪৯৫ |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য | ক্রমিক নং | সদস্যের নাম | গ্রাম | ক্যাটাগরি | পদবী | |
০১ | মোঃ মকদ্দুছ আলী | শরীফপুর | শিক্ষানুরাগী | সভাপতি | ||
০২ | মোছাঃ জেসমিন আক্তার | শরীফপুর | অভিভাবক প্রতিনিধি | সহ - সভাপতি | ||
০৩ | মোঃ ইলিয়াছ আলী | শরীফপুর | অভিভাবক প্রতিনিধি | সদস্য | ||
০৪ | মোঃ মাহবুবুর রহমান | শরীফপুর | মেধাবী অভিভাবক | সদস্য | ||
০৫ | মোঃ আব্দুল মজিদ | শরীফপুর | অভিভাবক সদস্য | সদস্য | ||
০৬ | পেয়ারা বেগম | হরিপুর | অভিভাবক সদস্য | সদস্য | ||
০৭ | জয়নাল আবেদীন | হরিপুর | ইউ,পি, সদস্য | সদস্য | ||
০৮ | ছামছুল ইসলাম | হরিপুর | দাতা সদস্য | সদস্য | ||
০৯ | জাহানারা বেগম | শরীফপুর | শিক্ষানুরাগী | সদস্য | ||
১০ | ঈসিতা দাস | চাতলাপুর | শিক্ষক প্রতিনিধি | সদস্য | ||
১১ | রেহনোমা সুলতানা | সঞ্জরপুর | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল | সাল | পাশের হার |
২০০৭ ইং | ৯৮% | |
২০০৮ ইং | ৯৮% | |
২০০৯ ইং | ৮৯% | |
২০১০ ইং | ৮৫% | |
২০১১ ইং | ৬২% |
শিক্ষাবিত্তির তথ্য | ২০০৬ সাল থেকে এই বিদ্যালয়ে প্রায় প্রতি বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে সাধারণ ও ট্যালেন্ট পুলে বৃত্তি অর্জন করে আসছে। এছাড়া ২০০৩ সাল থেকে এই বিদ্যালয়ে উপবৃত্তি চালু আছে। ২০১২ সালে ৪৫% হারে ২০৫ জন উপবৃত্তি পাচ্ছে। |
২০১১ ও ২০১২ সালে শত ভাগ ভর্তি। ক্রীড়া ও সাস্কৃতিক অঙ্গনে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতী যোগীতায় প্রথম ও ২য় স্থান অর্জন সহ এই বিদ্যালয় থেকে লেখা পড়া করে অনেক ছাত্র ছাত্রী বিভিন্ন গুরুত্ব পূর্ন পদে অধুষ্টিত আছেন।
এ বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট। শিক্ষক পদ পূর্ন থাকলে শত ভাগ পাশ ও বৃত্তি করার আশা আছে।
রেহনোমা সুলতানা , গ্রাম - সঞ্জর পুর , ডাক - তেলিবিল , উপজেলা - কুলাউড়া , জেলা - মৌলভীবাজার।
কুলাউড়া উপজেলা সদর থেকে দুরত্ব প্রায় ৪০ কিঃ মিঃ। যোগাযোগের মাধ্যম বাস, মোটর সাইকেল, সি,এন,জি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস