বিদ্যালয়টি মৌলভীবাজার জেলার, কুলাউড়া থানার, শরীফপুর ইউনিয়নের মান গাঁও গ্রামে অবস্থিত। এখানে একটি পুরাতন সেমি পাকা ভবন এবং একটি নতুন দু ’ তলা ভবন আছে। বিদ্যালয়ে একটি খেলার মাঠ এবং শিশুদের আনন্দের জন্য একটি দোলনা আছে।বিদ্যালয়ে ৬ জন শিক্ষক এবং ২৬৪ জন ছাত্র ছাত্রী আছেন।
এটি একটি অতি প্রাচীন বিদ্যালয়। ১৯৫২ সালে হাজী ইনাম উল্যা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়টির জমিদাতা জনাব নছির বখ্ত চৌধুরী। উক্ত বিদ্যালয়ের জমির পরিমান ৩৮ শতক। বিদ্যালয়ের জমির দাগ নম্বর ৬৯২,৬৯৬ এবং ৬৯৮। এই বিদ্যালয়ের ক্যাছমেন্ট এলাকা মানগাঁও ও তিলকপুর। এই বিদ্যালয়ের একেবারে পাশে নছিরগঞ্জ বাজার অবস্থিত। বিদ্যালয়ের ঠিক সম্মুখে নছিরগঞ্জ জামে মসজিদ অবস্থিত। বিদ্যালয়টি মনু - তিলকপুর রাস্তার সংলগ্ন।
মোট ছাত্র ছাত্রীর সংখ্যা | শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র /ছাত্রীর সংক্ষা ২৬৪ জন। | |||||||||||||||
ছাত্র/ ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক) |
| |||||||||||||||
শ্রেণী | বালক | বালিকা | মোট |
| শ্রেণী | বালক | বালিকা | মোট |
| শ্রেণী | বালক | বালিকা | মোট |
| ||
শিশু | ০৮ | ০৯ | ১৭ |
| ২য় | ৩৬ | ২৫ | ৬১ |
| ৪র্থ | ২০ | ২৪ | ৪৪ |
|
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
| ক্রমিক নং | নাম | পদবী | ক্যাটাগরি |
০১ | মোঃ আয়ুব আলী | সভাপতি | বিদ্যুৎ সাহী পুরুষ | |
০২ | স্বপন ভট্টাচার্য্য | সহ - সভাপতি | অভিভাবক সদস্য | |
০৩ | মাজহারুল ইসলাম | সদস্য | অভিভাবক সদস্য | |
০৪ | আব্দুল ওয়াহিদ | সদস্য | ইউ,পি, সদস্য | |
০৫ | অরুনা অধিকারী | সদস্য | বিদ্যুৎ সাহী মহিলা | |
০৬ | আমিনা বেগম | সদস্য | অভিভাবক সদস্য | |
০৭ | তোফায়েল হায়দার চৌধুরী | সদস্য | জমিদাতা | |
০৮ | রনেন্দ্র কুমার দেব | সদস্য | মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি | |
০৯ | ফজল উদ্দিন আহমদ | সদস্য | মেধাবী অভিভাবক | |
১০ | নিভা রাণী পাল | সদস্য | অভিভাবক সদস্য | |
১১ | অনিতা রানী পাল | সদস্য | শিক্ষক প্রতিনিধি | |
১২ | জাকির আহমদ চৌধুরী | সদস্য সচিব | প্রধান শিক্ষক |
বিগত পাঁচ বছরের সমাপনী / পাবলিক পরিক্ষার ফলাফল | ||||||
সাল | মোট ছাত্র ছাত্রী | অংশ গ্রহন কারী ছাত্র ছাত্রী | পাশের সংখ্যা | পাশের হার | বৃত্তি প্রাপ্ত / সাধারণ | টেলেন্ট
|
২০০৭ | ৩৯ | ৩৭ | ২৪ | ৬৫% | ০২ | ০
|
২০০৮ | ৩৫ | ৩৩ | ২৫ | ৭৬% | ০ | ০
|
২০০৯ | ৩০ | ২৪ | ২২ | ৯২% | ০১ | ০
|
২০১০ | ২৮ | ২৭ | ২৭ | ১০০% | ০ | ০
|
২০১১ | ২৭ | ২৬ | ১৯ | ৭৩% | ০ | ০২
|
২০১২ ইং সালে বিদ্যালয়ে ভর্তির হার ১০০% । ২০১১ইং সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে ২টি বৃত্তি লাভ। এবং ২০১২ইং সালে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে উপজেলা পর্যায়ে অংশগ্রহন। |
পাশের হার ১০০% করা এবং ঝড়ে পড়ার হার রোধ করা। |
মোঃ জাকির আহমদ চৌধুরী , গ্রাম - পাইক পাড়া , ডাক - ভূইগাও , উপজেলা - কুলাউড়া , জেলা - মৌলভীবাজার। বিদ্যালয়ের যোগাযোগ অবস্থা খুবই সুগম। উপজেলা সদর থেকে বিদ্যালয়ের দুরত্ব ৩৫ কিঃ মিঃ সম্পূর্ন পাকা সড়ক।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস