এ বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার , কুলাউড়া উপজেলার, ১১নং শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামে অবস্থিত বিদ্যালয়ে ১তলা বিশিষ্ঠ ১টি পাকা বিল্ডিং রয়েছে। শ্রেণী কক্ষের সংখ্যা মোট ৫টি। পানীয় জলের সরবরাহ ভাল। শৌচাগারের অবস্থা সন্তোষজনক । বিদ্যুৎ সংযোগ নেই। বিদ্যালয়ে ছাত্র / ছাত্রীর সংখ্যা ২৪৫জন।
|
১৯৫৩ সালে এই গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ মিলে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। এবং বিদ্যালয়ের জন্য মরহুম মোঃ দুলন মিয়া ভূমি দান করেন।
|
৫ | মোট ছাত্র ছাত্রীর সংখ্যা | বিদ্যালয়ে মোট ছাত্র /ছাত্রীর সংখ্যা ২৪৫ জন।
| |||
৬ |
ছাত্র ছাত্রীর সংখ্যা শ্রেণীভিত্তিক | শ্রেণী | বালক | বালিকা | মোট |
১ম | ৩২ | ৩৫ | ৬৭
| ||
২য় | ২৫ | ২২ | ৪৭
| ||
৩য় | ২৮ | ২৬ | ৫৪
| ||
৪র্থ | ১৮ | ২৪ | ৪২
| ||
৫ম | ১৫ | ২০ | ৩৫
| ||
মোট | ১১৮ | ১২৭ | ২৪৫ |
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
| সাল | পাশের হার |
২০০৭ইং | ১০০% |
২০০৮ইং | ১০০% |
২০০৯ইং | ১০০% |
২০১০ইং | ১০০% |
২০১১ইং | ১০০% |
২০০৬ সাল থেকে প্রায় প্রতি বছর ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ২/৩ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেয়ে আসছে। এছাড়া ৪৫% হারে ১১১ জন শিক্ষার্থী ২০১২ সালে উপবৃত্তি পাচ্ছে।
এই বিদ্যালয়ে লেখাপড়া করে অনেক শিক্ষার্থী গুরুত্ব পূর্ন পদে অধিষ্ঠিত আছে। এছাড়া সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনে ও এই বিদ্যালয় উপজেলার মধ্যে অনেক গৌরব অর্জন করে আসছে।
ভবিষ্যতে সমাপনীতে শত ভাগ ভর্তির পরিকল্পনা আছে।
সুগম
১/মুনতাছির রহমান
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস