নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মৌলভী বাজার জেলার কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী সমতল ভূমিতে অবস্থিত। বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে মনু নদী। বিদ্যালয়টিতে প্রাক - প্রাথমিক শ্রেনি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২১৮ জন ছাত্র ছাত্রী অধ্যয়ন করছে। শিক্ষকের পদসংখ্যা ৪ জন। বর্তমানে ৩ জন শিক্ষক কর্মরত আছেন। প্রধান শিক্ষকের পদ শূণ্য রয়েছে। অত্র বিদ্যালয়ে ৪ কক্ষ বিশিষ্ট পাকা ভবন, ৪ কক্ষ বিশিষ্ট জরাজীর্ণ আধাপাকা ভবন, ৪টি টয়লেট এবং ১টি অগভীর নলকুপ বিদ্যমান। |
অত্র নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩০ খ্রিঃ এলাকার কয়েকজন দানশীল ব্যক্তির বদান্যতায় এবং মোঃ আছকর আলী , মোঃ ফিরোজ মিয়া , মোঃ কোরবান আলী ও মোঃ দানা উল্লাহ সাহেবের ০.৪১ একর ভূমি দানের মাধ্যমে ৫৪ জন ছাত্র ছাত্রী এবং ২ জন শিক্ষক নিয়ে কাঁচা গৃহে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ক্রমান্বয়ে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধি ঘটে। অতঃপর ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বিদ্যালয়টি প্রচুর ক্ষতির সম্মুখীন হয়। ১৯৭২ সালে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয় এবং এই বিদ্যালয়টিও সরকারিকরণের তালিকায় অন্তর্ভূক্ত হয়। পরবর্তীতে ৪ কক্ষ বিশিষ্ট ১টি আধাপাকা গৃহ এবং ২টি টয়লেট নির্মিত হয়। ২০০৪ সালে বিদ্যালয়ের শিক্ষকের পদসংখ্যা ২ থেকে বাড়িয়ে ৪ এ উন্নিত করে সরকার। ২০০৭ - ২০০৮ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনঃ নির্মাণ ও সংস্কার প্রকল্পের মাধ্যমে ৪ কক্ষ বিশিষ্ট পাকা ১টি ভবন নির্মিত হয় এবং তৎসঙ্গে ২টি টয়লেট নির্মিত হয়। বর্তমানে নতুন পাকা ভবন ও পুরানো আধা পাকা ভবনে ২১৮ জন ছাত্র ছাত্রী নিয়ে ৩ জন শিক্ষক কর্মরত অবস্থায় বিদ্যালয়ের কার্যক্রম পরিচাচিত হচ্ছে। |
ছাত্র/ ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক) | ক্রমিক নং | শ্রেণী | বালক | বালিকা | মোট |
১ | প্রাক প্রাথমিক | ১৩ | ১৫ | ২৮ | |
২ | ১ম | ২৫ | ১৫ | ৪০ | |
৩ | ২য় | ২৪ | ১৯ | ৪৩ | |
৪ | ৩য় | ২১ | ২১ | ৪২ | |
৫ | ৪র্থ | ১৬ | ২৪ | ৪০ | |
৬ | ৫ম | ১০ | ১৫ | ২৫ | |
| সর্বমোট | ১০৯ | ১০৯ | ২১৮ |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
| ক্রমিক নং | নাম | ঠিকানা | পদবী |
০১ | মোঃ লুৎফুর রহমান | গ্রামঃ নিশ্চিন্তপুর , ডাকঃ নিশ্চিন্তপুর , উপঃ কুলাউড়া
| সভাপতি
| |
০২ | মোঃ রইছ মিয়া | গ্রাম ঃ নিশ্চিন্তপুর, ডাকঃ নিশ্চিন্তপুর , উপঃ কুলাউড়া | সহ - সভাপতি
| |
০৩ | মোছাঃ জাহানারা বেগম | গ্রামঃ নিশ্চিন্তপুর, ডাকঃ নিশ্চিন্তপুর , উপঃ কুলাউড়া | সদস্য
| |
০৪ | মোছাঃ সুফিয়া বেগম | গ্রাম ঃ নিশ্চিন্তপুর, ডাকঃ নিশ্চিন্তপুর , উপঃ কুলাউড়া | ,,
| |
০৫ | মোছাঃ ইয়ারুন নেছা | গ্রাম ঃ নিশ্চিন্তপুর, ডাকঃ নিশ্চিন্তপুর , উপঃ কুলাউড়া | ,,
| |
০৬ | মোঃ মাহবুবুর রহমান | গ্রাম ঃ নিশ্চিন্তপুর, ডাকঃ নিশ্চিন্তপুর , উপঃ কুলাউড়া | ,,
| |
০৭ | সিরাজুন নেছা | গ্রাম ঃ নিশ্চিন্তপুর, ডাকঃ নিশ্চিন্তপুর , উপঃ কুলাউড়া | ,,
|
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল | সন
| ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা | অংশ গ্রহন কারী ছাত্র/ছাত্রীর সংখ্যা
| বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রী | পাশের সংখ্যা
| পাশের হার | A+ | A | A- | B | C | D |
| |||||||||
সাধারণ | ট্যালেন্ট | বিভাগ | ||||||||||||||||||||
২০১১ইং | ২৩ | ২১ | ০ | ০ | ১৬ | ৭৬% |
|
|
| 3 | 3 | 10 |
| |||||||||
২০১০ইং | ১৮ | ১৮ | ১ | ০ | ১৮ | ১০% | ১ম - ০১ | ২য় - ১১ | ৩য় -০৬ | |||||||||||||
২০০৯ইং | ১৫ | ১১ | ০ | ০ | ৮ | ৭২% | ১ম - ০২ | ২য় - ০৪ | ৩য় -০২ | |||||||||||||
২০০৮ইং | ২০ | ১৭ | ০ | ০ | ১২ | ৭০% |
|
|
| 1 | 8 | 3 |
| |||||||||
২০০৭ইং | ২১ | ১৬ | ০ | ০ | ১২ | ৭৫% |
|
|
| 2 | 7 | 3 |
| |||||||||
| ||||||||||||||||||||||
শিক্ষাবিত্তির তথ্য | সন | বৃত্তির ধরন | বৃত্তি প্রাপ্তির সংখ্যা | |||||
২০১০ইং | সাধারণ | ০১ | ||||||
২০১২ইং | ছাত্র ছাত্রীর সংখ্যা | মোট | একক পরিবার | একাধিক পরিবার | মোট পরিবার | |||
বালক | বালিকা | |||||||
৪১ | ৪৪ | ৮৫ | ৮১ | ০২ | ৮৩ |
(১) ভর্তির হার ১০০% উন্নয়ন (২) ঝরে পড়ার হার ০% নিয়ে আসা (৩) বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ (৪) ২০১০ সালে সাধারণ বৃত্তি একজন ।
|
(১) আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা। (২) ছাত্র ছাত্রীদের কম্পিউটার শিক্ষা দান। (৩)মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা (৪) ১০০% উপস্থিতি নিশ্চিত করা।
|
পীযুষ কান্তি দত্ত, গ্রাম - তাজপুর , ডাক - টিলাগাঁও , উপজেলা - কুলাউড়া , জেলা - মৌলভীবাজার । উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিঃ মিঃ দুরে বিদ্যালয়টি অবস্থিত। তবে উপজেলা সদর থেকে বিদ্যালয়টির যোগাযোগ ব্যবস্থা সুগম।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস