Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

 

ইউনিয়ন পরিষদের কার্যাবলী শরীফপুর ইউনিয়নঃ

 

১। জনসাধারণের ব্যবহার্য পথ ও জনপথের ব্যবস্থা করন ও রক্ষনাবেক্ষন।

২। জন সাধারনের ব্যবহার্য স্থান উন্মুক্ত ময়দান, বাগান ও খেলার মাঠের ব্যবস্থা করন ও রক্ষনাবেক্ষন ।

৩। জন সধারনের ব্যবহার্য পথ, ও জনপথ ও স্থান সমুহের আলোর ব্যবস্থাকরন।

৪। সার্বিক ভাবে বৃক্ষরোপন ও বৃক্ষ সংরক্ষন এবং বিশেষ ভাবে জনসাধারনের ব্যবহারর্য পথ ও জনপথ ও স্থান সমুহের বৃক্ষরোপন ও সংরক্ষন।

৫। গোরস্থান ও শ্মসান, জনসাধারনের সভাঅনুষ্ঠানের স্থান এবং জন সাধারনেরঅন্যান্য সম্পত্তির রক্ষনাবেক্ষন ও ব্যবস্থাপনা ।

৬। ভ্রমনকারীদেও থাকার বাসস্থানের বন্দোবস্তকরনও তাহার রক্ষনাবেক্ষন ।

৭। জনসাধারনের ব্যবহার্যপথ জনপথ এবং স্থান সমুহের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও নিয়ন্ত্রন।

৮। জনসাধারনের র্ববহার্য় পথ জনপথ এবং স্থান সমুহের গল-উপদ্রব প্রতিরোধ ও হ্রাসকরন।

৯। ইউনিয়নের পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষার্থে স্বাস্থ্যকর ব্যবস্থা উৎকর্ষ সাধন, তত্ত্ববধান এবং অন্যান্য ব্যবস্থাধী গ্রহন

১০। অবর্জনা সংগ্রহ, অপসারন ও বিনষ্টিকরন এবং জনপথের পরিচ্ছন্নতা নিয়ন্ত্রন।

১১। অপরাধ জনক এবং বিপদ জনক ব্যবসা নিয়ন্ত্রন।

১২। পশর মৃত দেহ বিনষ্টিকরন নিয়ন্ত্রন।

১৩। পশু জবাই নিয়ন্ত্রন।

১৪। ইউনিয়নে গৃহ নির্মানও পূনঃনির্মান নিয়ন্ত্রন।

১৫। বিপদজনক গ্রহ ও অবকাঠামোর নিয়ন্ত্রন।

১৬। কুপ,টিউবয়েল, পুকুর,দীর্ঘী, এবং পানি সরবারহের অন্যান্য উৎস নিয়ন্ত্রন ও রক্ষনাবেক্ষন।

১৭। পানিয় জল সরবারহের উৎস সমুহ দূষিতকরন হইতে রক্ষার ব্যবস্থা করন।

১৮। জনস্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর বলিয়া সন্দেহ কৃত কুপ, পুকুর এবং অন্যান্য উৎ সের পানি ব্যবহার নিষিদ্ধ করন।

১৯। পানিয় জল হিসাবে ব্যবহারের জন্য সংরক্ষিত কুপ, পুকুর বা অন্যান্য উৎ সে বা উহার নিকটে গবাদী পশুকে পানি পান করানো, গোসল করানো ও ধোয়া নিষিদ্ধ করন বা নিয়ন্ত্রন।

২০। পুকুর অথবা পানি সরবারহের অন্যান্য উৎ সে বা উহার নিকট কোন পাট বা অন্যান্য উদ্ভিদ ভেজানো নিষিদ্ধ করন বা নিয়ন্দ্রন।

২১। আবাসিক এলাকায় চামড়া রং করা, প্রক্রিয়াজাতকরন নিষিদ্ধকরন বা নিয়ন্ত্রন।

২২। আসাসিক এলাকায় মাটি খনন, পাথর বা অন্য কিছু খনন করা নিষিদ্ধকরন বা নিয়ন্দ্রন।

২৩। আবাসিক এলাকায় ইটার ভাটি, কুম্ভকার শালা এবং অন্যান্যা চুল্লি নির্মান নিষিদ্ধকরন বা নিয়ন্দ্রন।

২৪। গবাদী পশু এবং অন্যান্য পশু বিক্রিও সেচ্ছা কৃত নিবন্ধ করন।

২৫। মেলা ও প্রদর্শনী ব্যবস্থা করন।

২৬। জন সাধারনের উৎসবাদি উদযাপন।

২৭। অগ্নীকান্ড, বন্যা, ভয়াবহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রকৃতিক দূর্যোগের ত্রাণ কার্যের ব্যবস্থা করন।

২৮। বিধবা, এতিম এবং গরিব ও দুস্থ ব্যাক্তিদেও ত্রানের ব্যবস্থা করন।

২৯। জনসাধারনের ক্রীড়া ও খেলাধুলার প্রসার।

৩০। শিল্প ও সামাজিক উন্নয়ন, সমবয় আন্দলন এবং গ্রামীন শিল্পের প্রসার ও উন্নয়ন।

৩১। খাদ্য উৎপাদন বৃদ্ধিও পদক্ষেপ গ্রহণ।

৩২। পরিবেশ সংরক্ষনের ব্যবস্থা করন।

৩৩। গবাদী পশু খোয়ারের রক্ষনাবেক্ষন ও নিয়ন্ত্রসের ব্যবস্থা করন।

৩৪। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রেও ব্যবস্থা করন।

৩৫। লাইব্রেরী এবং পড়ার ঘরের ব্যবস্থা করন।

৩৬। ইউনিয়ন পরিষদেও অনুরুপ কার্যে নিয়জিত সংগঠন সমুহের সহিত সহযোগিতা।

৩৭। জেলা প্রশাসনের নির্দেশনার অধীনে শিক্ষার প্রসারের সহযোগিতা।

৩৮। ইউনিয়নের বাসিন্দা অথবা আগন্তকদেও কল্যান, স্বাস্থ্য, নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ, সুযোগ-সুবিদা প্রসারের জন্য যে কোন প্রকার উদ্যোগ গ্রহন।